ব্রিটিশ টেলিকমে সফটওয়্যারের স্থপতি
পল্লব মোহাইমেন | তারিখ: ২৭-০১-২০১৩
০ মন্তব্য
প্রিন্ট
ShareThis
« আগের সংবাদপরের সংবাদ»
ওমর আল জাবির
১৯৯৪-৯৫ সালের কথা। ইন্দিরা রোডে দি সেইফওয়র্ক্স নামে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে মাঝেমধ্যেই ঢাউস আকারের একটি কম্পিউটার নিয়ে হাজির হতো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এক ছাত্র। কোনো গেম বা মজার কোনো সফটওয়্যার নয়, সে আসত প্রোগ্রাম লেখার সফটওয়্যার কম্পিউটারে ভরে নিতে...